সীতাকুণ্ডে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংসদ সদস্য দিদারুল আলম শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। এছাড়া উপজেলা প্রসাশন, মডেল থানা, ফায়ার সার্ভিস, উপজেলা আ.লীগ, সীতাকুণ্ড প্রেসক্লাব, বিএনপির, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এ উপলক্ষে উপজেলার ৪শ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরি, পৌর মেয়র বদিউল আলম, এসি ল্যান্ড মো. আশরাফুল আলম,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক মেয়র নায়েক (অব.) সফিউল আলম, ডা. নুরউদ্দিন রাশেদ, অ্যাডভোকেট.ফখরুদ্দিন চৌধুরী, থানার ওসি তোফায়েল আহমেদ, মানিক লাল বড়ুয়া, সেকান্দর হোসাইন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।










