বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ও পৌরসভার উত্তর জলদি এলাকার ৩ নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান পরিচালনা করে অবৈধভাবে জমির টপ সয়েল কাটার সময় ৬টি স্কেভেটর ও ৪টি ডাম্পার ট্রাক জব্দ করেছে। গতকাল সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এই অভিযানের নের্তৃত্ব দেন।
সূত্র জানায়, বাঁশখালীর বিভিন্ন স্থানে নির্বিচারে শুরু হয়েছে জমির টপ সয়েল কাটার মহোসোৎসব। এরই জের ধরে সরল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবৈধভাবে মাটি কাটার সময় ২টি স্কেভেটর জব্দ করে ওই ওয়ার্ডে ইউপি সদস্য মো. শাহেদের জিম্মায় এবং বাঁশখালী পৌরসভার উত্তর জলদি এলাকার ৩ নং ওয়ার্ডে জমির টপ সয়েল কাটার সময় ৪টি স্কেভেটর ও ৪টি ডাম্পার ট্রাক জব্দ করে ওয়ার্ড কাউন্সিলর জামসেদ আলমের জিম্মায় দেওয়া হয়।
নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অভিযানের সময় মাটি কাটার সাথে সংশ্লিষ্ট লোকজন ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। কৃষি উৎপাদন রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে তিনি জানান।