নতুন প্রজন্মকে দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে

পুর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবু সুফিয়ান

| সোমবার , ১৯ ডিসেম্বর, ২০২২ at ১০:১১ পূর্বাহ্ণ

১৭নং পুর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিষেক, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মহান বিজয় দিবসের আলোচনা সভা গত শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান।

উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডা. এএসএম মোস্তাক আহমেদ। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের। সংবর্ধিত অতিথি ছিলেন নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে এতে আমন্ত্রিত সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অরুন নাথ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আদিনাথ মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহমদ মিঞা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিধান রায়, সিরাজুল ইসলাম, পুর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাং দেলওয়ার হোসেন, নলুয়া ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক বাবু অমল দাশ মানিক, আবু বক্কর রিমন, মুহাম্মদ নুর হোসাইন, বাবু কানু বিজয় চৌধুরী প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর দেশপ্রেমের ইতিহাস জানাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোছনে আরা মনজুর বিদ্যানিকেতনের বর্ষপূর্তি ও বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধখুটাখালী ওয়েলফেয়ার এসো’র বার্ষিক সম্মিলন