লামা উপজেলার গজালিয়া এলাকায় পাহাড়ি-বাঙালি জনসাধারনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। আলীকদম জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল রোববার গজালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আলীকদম জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নুরুজ্জামান তুর্য চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা ক্যম্পে উপস্থিত ছিলেন গজালিয়া ক্যাম্প কমান্ডার মো. আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, এই অঞ্চলের দুর্গম পাহাড়ি গ্রাম গুলোতে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত দুস্থদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ সামাজিক প্রতিষ্ঠান গুলোতে আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন।