সিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা

| সোমবার , ১৯ ডিসেম্বর, ২০২২ at ১০:০২ পূর্বাহ্ণ

নতুন বছরের শুরু থেকেই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা আরোও একধাপ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্ট্রির (বিওটি) চেয়ারম্যান তৌহিদ সামাদ। তিনি বলেছেন, পথ চলাতে শংকা আর চ্যালেঞ্জ- দুটোই থাকবে।

অতীতে করোনার মতো দুর্যোগেও শিক্ষার্থীদের পাশে ছিল সিআইইউ, আগামী দিনেও গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে সময়পযোগী সব ধরনের সিদ্ধান্ত নিবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। গতকাল রোববার জামাল খান ক্যাম্পাসে অনুষ্ঠিত সিআইইউর ১৩তম বোর্ড অব ট্রাস্টির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সিলেবাস, স্কলারশীপ, সেমিস্টার পদ্ধতিসহ নানান বিষয় নিয়েও আলোচনা হয়।

উপস্থিত ছিলেন ট্রাস্ট্রি সদস্য মো. আমিনুজ্জামান ভূঁইয়া, হেফাজাতুর রহমান, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, সাফিয়া গাজী রহমান, মো. আমিন হেলালী, ইসমাঈল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর রেজা খান, ড. মাহফুজুল হক চৌধুরী, আনজুমান বানু লিমা প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবসে এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধনাটকে উঠে এল বধ্যভূমির ‘সরবতা ও নীরবতা’