দ্বিতীয় টেস্টের দলে ডাকা হলো নাসুম আহমেদকে

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৯ ডিসেম্বর, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রম টেস্টে ‘বোলার’ সাকিব আল হাসানকে পাওয়া যায়নি প্রথম দিনের পর। মিরপুর টেস্টেও বাংলাদেশ অধিনায়কের বোলিং করা নিয়ে আছে শঙ্কা।

‘ব্যাক আপ’ হিসেবে তাই দলে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে।

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষ হওয়ার পর গতকাল রোববার দুপুরে ঘোষণা করা হয় পরের টেস্টের দল। বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধশিবপুরে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধবনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের পুরস্কার বিতরণ সম্পন্ন