হাটহাজারীতে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহ উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ করতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এজন্য বিভাগীয় দায়িত্বশীলদের কাজ করতে হবে।

তিনি গতকাল শনিবার হাটজারীতে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ ও মা সমাবেশ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন। এ উপলক্ষে ফতেপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে র‌্যালি, আলোচনা সভা, মা সমাবেশ ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিক্সন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফতেপুর ইউ পি চেয়ারম্যান জায়নুল আবেদিন।

সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডা. কাউসার আকতার পপি।

পূর্ববর্তী নিবন্ধক্বণনের ‘রক্তাক্ত জাতির পতাকা’
পরবর্তী নিবন্ধবইয়ের মাধ্যমে একটি জাতির জাগরণ ঘটানো সম্ভব