বিজয়ের গৌরবগাথার কথামালা ও মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি নিয়ে বিজয় দিবস উদযাপন করল ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন। গত শুক্রবার সন্ধ্যায় দৈনিক আজাদী মিলনায়তনে ক্বণন সভাপতি আবৃত্তিজন মোসতাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘রক্তাক্ত জাতির পতাকা’ শীর্ষক বিজয়ের আবৃত্তি অনুষ্ঠানে নির্ধারিত আলোচক ছিলেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রাশেদ মুহাম্মদ ও আবৃত্তিশিল্পী সৌভিক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আবৃত্তিকার সাইমুম মুরতাজা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্বণন সদস্য আবৃত্তিকার সুস্মিতা চৌধুরী। আলোচনা পর্বের পর ‘রক্তাক্ত জাতির পতাকা’ শীর্ষক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শরীফ মাহমুদ সাইমুম মুরতাজা, আবসার তানিম, প্রেমা চৌধুরী, মিজানুর রহমান, শুভ্রা চক্রবর্তী, সুস্মিতা চৌধুরী, মুনয়িম আসরা, মীর মোশাররফ হোসেন, হামিদ হোসেন ও রাকিবুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।