হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধারা কোন কিছু প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে যুদ্ধে অংশগ্রহন করেননি। দেশের প্রতি মমত্ববোধের কারণে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়ে তাঁরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল।
তিনি বলেন আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, উন্নয়ন ও জনকল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সকলকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। তিনি গত শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে হাটহাজারীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ও সি রুহুল আমীন সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার ও জায়নুল আবেদিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। এতে মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।