জাতিসংঘের শরণার্থী সংস্থার দূতের পদ ছাড়ছেন অ্যাঞ্জেলিনা

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

বিশ বছরেরও বেশি সময় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করার পর সংস্থাটির শুভেচ্ছা দূতের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ৪৭ বছর বয়সী এ অভিনেত্রী লেখেন, জাতিসংঘের করা অনেক কিছুতে আমার আস্থা আছে, বিশেষ করে তারা জরুরি ত্রাণের মাধ্যমে যেভাবে জীবন বাঁচায়, সেগুলো। খবর বিডিনিউজের।

আমি এখন সেসব সংস্থার সঙ্গে কাজ করবো, যেগুলোর নেতৃত্বে সংঘাতে সরাসরি ক্ষতিগ্রস্তরা আছেন, এর ফলে তাদের কণ্ঠস্বর আরও জোরালো হবে।

ইউএনএইচসিআর জোলিকে শরণার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন অ্যাখ্যা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নিজের ইনস্টাগ্রাম পেইজে দেওয়া বিবৃতিতে হলিউড তারকা জোলি লিখেছেন, ২০ বছর পরে, আমি জাতিসংঘের শরণার্থী সংস্থার কাজ ছেড়ে দিচ্ছি। শরণার্থীদের আমি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সম্মান করি, জীবনের বাকি সময়ও আমি তাদের সঙ্গে কাজ করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।

ইউএনএইচসিআর ছেড়ে কোথায় কাজ করার পরিকল্পনা করছেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি। পরে এক বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, জোলি এখন আরও বিস্তৃত পরিসরে মানবিক বিভিন্ন বিষয় ও মানবাধিকার নিয়ে কাজ করবেন।

পূর্ববর্তী নিবন্ধএ বছর সীমান্ত হত্যা কম : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে দেশপ্রেম যোগাবে