ভাড়াটে খেলোয়াড়দের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিহত করা হবে

নগর আওয়ামী লীগের সভায় আ জ ম নাছির

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদের অহংকার চূর্ণ হয়েছে। আমরা প্রমাণ করতে পেরেছি জাতি এখনো শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। তাই আমাদের প্রত্যয় হোক এই সরকারের সাফল্য ও অর্জনগুলো ঘরে ঘরে পৌঁছে দেয়।
গত শুক্রবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের এই বিজয় লক্ষ প্রাণের বিনিময়ে। তাঁদেরও বিনম্র শ্রদ্ধা জানাই। আর নির্দেশনা দিচ্ছি আমার ভাই নেতাকর্মীদের আগামী নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে দূর্গ তৈরি করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের যে সাফল্যগুলো অর্জিত হয়েছে তার বার্তা পৌঁছে দিন। আমাদের দল এক ও অভিন্ন।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি আবার ফণা তুলেছে। একজন আন্তর্জাতিক দুর্বৃত্ত ও সাজাপ্রাপ্ত আসামী তারেক জিয়া। লন্ডনে বসে লবিষ্ট নিয়মের মাধ্যমে সরকার উৎখাতের পায়তারা করছে। এরমধ্যে যুক্ত হয়েছে কথিত সুশীল সমাজ। তারা পত্র পত্রিকায় মাতোয়ারা। তাদের মধ্যে দেশপ্রেম নাই। আছে শুধু তারা ভাড়াটে খেলোয়াড়। এই খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ জনগণকে সাথে নিয়ে স্থানীয় নেতৃত্ব প্রতিহত করবে। বিজয়ের পতাকাকে খামছে ধরেছে তাদের প্রতিহত করতে হবে।

শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল মনছুর, এড. কামাল উদ্দিন আহমেদ, ডা. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, সৈয়দ মো. জাকারিয়া। সভামঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শফর আলী, শেখ মো. ইসহাক, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, হাজী জহুর আহমদ, আব্দুল আহাদ, শহিদুল আলম, সাইফুদ্দিন খালেদ বাহার, বখতিয়ার উদ্দিন খান, মোহব্বত আলী খান, আব্দুল লতিফ টিপু, মোরশেদ আকতার চৌধুরী, মোমিনুল হক, মো. ইকবাল হাসান, রুহুল আমিন মুন্সী, সৈয়দ মো. জাকারিয়া, সাহেদুল আজম শাকিল, লুৎফুল হক খুশি, ইফতেখার আলম জাহেদ প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। সংগঠনের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমানের নেতৃত্বে এসব কর্মসূচিতে অংশ নেন সহসভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, সম্পদক মন্ডলীর সদস্য আলাউদ্দিন সাবেরী, ইঞ্জিঃ মেজবাহ উল আলম লাভলু, আসম ইয়াছিল মাহমুদ, বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ, সরোয়ার হাসান জামিল, গোলাম রব্বানী, আব্দুল কাদের মিয়া, নুরুল মোস্তাফা মানিক, রাশেদ খান মেনন, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : আন্দকিল্লাস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে শুক্রবার সকাল ১০টায় মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরী, এম এ সাঈদ, এড. জহির উদ্দিন, প্রদীপ কুমার দাশ, মোছলেহ উদ্দিন মনসুর, এড. মির্জা কছির উদ্দিন, খোরশেদ আলম, আবু জাফর, এড. আবদুর রশিদ, বোরহান উদ্দিন এমরান, আবদুল কাদের সুজন, এড. মুজিবুল হক, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, নুরুল আবছার চৌধুরী, এড. কামরুন্নাহার, মোস্তাক আহমদ আঙ্গুর, মোহাম্মদ মুছা, ছিদ্দিক আহমদ বিকম, মাহবুবুর রহমান শিবলী, হায়দার আলী রনি, আবুল কালাম আজাদ, সেলিম নবী, দিদারুল ইসলাম, শামীমা হারুন লুবনা, আতিকুর রহমান চৌধুরী, মমতাজ উদ্দিন, জসিম উদ্দিন, এস এম বোরহান উদ্দিন, আবু তাহের, খালেদা আক্তার চৌধুরী, রেহেনা ফেরদৌস, জীবন আরা বেগম, সোলতানা আক্তার নিলু, নাছির উদ্দিন, আমির উদ্দিন চৌধুরী, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম টিটু, রাহুল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার থেকে কুরিয়ারে পাঠানো ড্রেসিং টেবিলে মিলল ইয়াবা
পরবর্তী নিবন্ধনিজের কর্মীদের থামিয়ে বিএনপিকে আগে যেতে দিলেন নওফেল