বিজয় দিবস উপলক্ষে নগরে বিজয় র্যালি বের করেছে নগর বিএনপি। গত শুক্রবার সকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর আহম্মেদ সড়ক থেকে বিজয় শোভাযাত্রা নিয়ে নিউ মার্কেট সংলগ্ন মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠে অস্থায়ী শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে দলটির নেতাকর্মীরা। নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর এতে নেতৃত্ব দেন।
বিভিন্ন বাদ্যযন্ত্র, মুক্তিযুদ্ধের ম্যুরাল নিয়ে রঙ-বেরঙের পোশাক পরে জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন। র্যালিপূর্ব সমাবেশে আবুল হাশেম বক্কর বলেন, যে বাংলাদেশের স্বপ্ন দেখে বীর সন্তানেরা অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল, সেই স্বপ্ন থেকে দেশকে আজ অনেক দূরে ঠেলে দিয়েছে সরকার। সরকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভুলে গেছে, অথচ তারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে। তারা জনগণের উপর নিত্য-নতুন কৌশলে নিপীড়ন অব্যাহত রেখেছে। বিরোধী রাজনীতির কণ্ঠরোধ করা হচ্ছে। দেশে মত প্রকাশের স্বাধীনতা নাই।
নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য হারুন জামান, মাহবুব আলম, এস এম আবুল ফয়েজ, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহিলা দলের মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, শ্রকিদলের শামসুল আলম (ডক), শ ম জামাল উদ্দিন, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, চকবাজার থানার সাধারণ সম্পাদক নুর হোসাইন, কৃষকদলের আহ্বায়ক মো. আলমগীর, সদস্য সচিব কামাল পাশা নিজামী, মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল হক, জাসাসের আহ্বায়ক এম এ মুছা বাবলু, সদস্য সচিব মামুনুর রশীদ শিপন, তাতীদলের সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ।