আজ শুক্রবার ইমামে আহলে সুন্নত আল্লামা মাওলানা আবুল মোকাররম মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদেরী আল চিশতি প্রকাশ নুরী বাবার ৪৬তম বার্ষিক ওরশ শরীফ কর্ণফুলী উপজেলাধীন বড় উঠান মৌলভী বাড়িতে মুরী বাবার আস্তানা শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্যাপিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, মাজার জেয়ারত, মাজার শরীফে গিলাফ অর্পণ, জীবনী আলোচনা, ছেমা মাহফিল ও তাবারুক বিতরণ।
ওরশ শরীফে সকল আশেক ও ভক্তবৃন্দকে অংশগ্রহণের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ব্যাংকার মো. মেহেরাব হোসেন খান ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ চৌধুরী সকলকে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।












