রক্তকরবীর আয়োজন ও আলোর পথযাত্রী

| শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১৪ ডিসেম্বর ফুলকির সুগত প্রসাদ মুক্ত মঞ্চে রক্তকরবী আয়োজন করে ‘ও আলোর পথযাত্রী’ শিরোনামে সঙ্গীতালেখ্য। ৭১ এ দাম দিয়েছি অনেক। ঘরে ঘরে হারিয়েছি স্বজন। বুদ্ধিজীবী হত্যা সে সময়ের এক রক্তাক্ত বীভৎস কালো অধ্যায়।

বাংলার ইতিহাস, ত্যাগের ইতিহাস। ৪৭ এ দেশভাগের পর ৫২ থেকে শুরু করে ৭১ এ মুক্তিযুদ্ধ পর্যন্ত একটি স্বাধীন দেশ পেতে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে আমাদের।

লাখো শহীদের প্রাণের বিনিময়ে পেয়েছি স্বাধীন বাংলাদেশ। রক্তকরবী প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে সচেষ্ট। সেই চেতনা থেকেই বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করে মুক্তিযুদ্ধের সকল শহীদদের।

কথামালা ও মুক্তিযুদ্ধের সময়ের দেশের গান নিয়ে সাজানো সঙ্গীতালেখ্য ‘ও আলোর পথযাত্রী’। কথামালায় ছিলেন সঙ্গীতজ্ঞ শীলা মোমেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগায়ে ফুটবল পড়ায় বিতণ্ডা-হামলা, আহত ১০
পরবর্তী নিবন্ধবিজয় দিবসে দূর্বার তারুণ্যের ব্যতিক্রমি আয়োজন