রাজধানী ঢাকার নয়া পল্টনে সংঘর্ষের মামলায় কারাবন্দি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন আবেদন তৃতীয়বারও নাকচ হয়ে গেছে।
তাদের জামিন আবেদনের শুনানি করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ আদেশ দেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত ৯ ডিসেম্বর গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে আছেন। এর আগে দুই দফা তাদের জামিন আবেদন নাকচ করেছিল হাকিম আদালত।
তাদের আইনজীবীরা গতকাল বুধবার আবারও জামিন চেয়ে বিশেষ আবেদন করেছিলেন। আজ বৃহস্পতিবার সেই বিষয়ে শুনানি হয়।
বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এবং মহিউদ্দিন চৌধুরী।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে পিপি আবদুল্লাহ আবু ও আজাদ রহমান জামিনের বিরোধিতা করে যুক্তি দেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে আদেশ দেন।