বহদ্দারহাটে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে দোকানে হামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ই পাড়া মোড়ের জামান হোটেলের পাশের একটি মোবাইল ফোনের দোকানে হামলা, ভাংচুর ও দোকানদারকে মারধরের ঘটনা ঘটেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে আজাদীকে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার মধ্যকার সেমিফাইনালের খেলাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জেরে কিসমত টেলিকম নামের ওই দোকানে হামলা ও মারধরের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী দোকানদার অভিযোগ দিলে সে অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদেশকে স্বনির্ভর করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধহালিশহরে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা