নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ই পাড়া মোড়ের জামান হোটেলের পাশের একটি মোবাইল ফোনের দোকানে হামলা, ভাংচুর ও দোকানদারকে মারধরের ঘটনা ঘটেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে আজাদীকে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার মধ্যকার সেমিফাইনালের খেলাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জেরে কিসমত টেলিকম নামের ওই দোকানে হামলা ও মারধরের ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী দোকানদার অভিযোগ দিলে সে অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।