ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয়

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছিল নগরীর ফয়’স লেক বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র‌্যালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কালো পতাকা উত্তোলন ও আলোচনা সভা। সভায় বক্তারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী নগরীর ফয়’স লেক বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহম্মদ মঞ্জু, আবুল হাসনাত মো. বেলাল, মো. জাবেদ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবদুল মান্নান, জহুরুল আলম জসিম, আবদুস সালাম মাসুম, অধ্যপক মো. ইসমাইল, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজন প্রমুখ। শ্রদ্ধা নিবেদনের পর মেয়র বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, রাজাকার, আলশামসরা তাদের পরাজয় নিশ্চিত জেনে দেশের মেধাবি সূর্য সন্তানদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবিদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করতে পারলেই তাদের আত্মত্যাগ স্বার্থক হবে।

চট্টগ্রাম জেলা পরিষদ : চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা করা হয়। বুদ্ধিজীবী হত্যা ও ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একই কুচক্রীমহলের কাজ। তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে চট্টগ্রামের বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য আ ম ম দিলসাদ, আকতার উদ্দীন মাহমুদ পারভেজ, দেবব্রত দাশ, আবুল কাশেম চিশতী প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল বুধবার নগরীর ফয়’স লেক বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, অ্যাডভোকেট মো. ফকরুদ্দিন চৌধুরী, মো: আবুল কালাম আজাদ, জসীম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, আ স ম ইয়াছিন মাহমুদ প্রমুখ। সভাপতির বক্তব্যে এম এ সালাম অমর শহীদদের স্বপ্ন পূরণে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শিক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বাঙালির বিজয় অবশ্যম্ভাবী জেনে পাক বাহিনী যে সময় জীবন বাঁচানোর পথ খুঁজছিলো সে সময় পাকিস্তানীদের দোসর রাজাকার-আলবদর চক্র বিশেষ পরিকল্পনা নিয়ে আমাদের পথ নির্দেশক, বুদ্ধিজীবীদের হত্যা করে। আগামী নির্বাচনে জঙ্গীর মদদ দাতাদের পরাস্ত করে মানবতা, শান্তি ও সমৃদ্ধশালী দেশ গড়ার শপথ নিতে হবে। এজন্য আমাদের সামনে নৌকার বিকল্প নেই। তিনি গতকাল আন্দরকিল্লার সংগঠন কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। সভায় বক্তব্য রাখেন মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, অ্যাড. মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, মোছলেহ উদ্দিন, নুরুল আবছার চৌধুরী, আবু জাফর, আবদুল কাদের সুজন, খোরশেদ আলম প্রমুখ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে চবি উপাচার্য দপ্তরের সভাকক্ষে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের সভাপতিত্বে এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর আবদুল হক প্রমুখ।

চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চুয়েট পরিবার। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. সুনীল ধর, অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

আইআইইউসি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার এ এফ এম আক্তারুজ্জামান কায়সার। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, প্রফেসর ড. দেলোয়ার হোসেন, প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, প্রফেসর ড. মহি উদ্দিন এবং ড. মাহমুদুল হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএসটিসি : ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) উদ্যোগে বধ্যভূমি স্মৃতিস্তম্বে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার বড়ুয়া, ড. নারায়ন বৈদ্য, প্রক্টর আবদুল মোতালেব ভূইয়া, সিএসই বিভাগের প্রধান কাজী নুর-ই-আলম সিদ্দিকী, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান তামান্না নওরিন আজম।

সাউদার্ন ইউনিভার্সিটি : সাউদার্ন ইউনিভার্সিটির বায়েজিদ আরেফিন নগরের স্থায়ী ক্যাম্পাস সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ড. শরীফ আশরাফউজ্জামান, অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, অধ্যাপক মহিউদ্দিন খালেদ প্রমুখ।

সিআইইউ : নগরের জামালখান ক্যাম্পাসে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। ড. মীর মোহাম্মদ নুরুল আবসারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ড. শাহ আহমেদ, অধ্যাপক ড. নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. ইমণ কল্যান চৌধুরী, আনজুমান বানু লিমা, সরকার কামরুল মামুন, কুমার দোয়েল দে প্রমুখ।

ইডিইউ : ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। প্রধান বক্তা ছিলেন সাঈদ আল নোমান। রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় ও শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে আলোচক ছিলেন প্রফেসর ড. নাজিম উদ্দিন, প্রক্টর আসাদুজ্জামান ও সহকারী অধ্যাপক তোফাতুন্নেছা চৌধুরী।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, মো. খালেদ বিন চৌধুরী, সৌমেন চক্রবর্তী, ড. অনিন্দ্য কুমার নাথ, মো. সালাহ উদ্দিন চৌধুরী, আসমা আল আমিন, মো. ইমরান চৌধুরী, প্রক্টর ড. মো. জিয়া উদ্দিন প্রমুখ।

হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট : শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কর্মসূচি পালন করেছেন সাবেক মেয়র এম. মনজুর আলম। আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এম. মনজুর আলম। অনুষ্ঠানে এইচ.এম. স্টিলের চিফ ইঞ্জিনিয়ার মো. এয়াকুব নবী, বাদশা আলম, আবু ছগীর, মাহবুবুর রহমান, মাওলনা ফরিদুল আলম, আবদুস ছাত্তার সহ অন্যরা বক্তব্য রাখেন।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজান উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ. লীগের সভাপতি কাজী আবদুল ওহাব। যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, শাহআলম চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। উপজেলার পোমরা ইউনিয়নের ফরেস্ট অফিসের পাশে বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে ও পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও আতাউল গনি ওসমানী, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মাহবুব মিল্কী প্রমুখ।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. শাহিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ডেপুটি কমান্ডার মোহাম্মদ হোছেন প্রমুখ।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অফিসার্স ক্লাবে ইউএনও সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আহমদ ছফা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বনিক, মো. আরিফ উদ্দিন, মো. নুরুল ইসলাম, শাফিন ইশমাম, মো. শওকতুজ্জামান, গাজী ওমর ফারুক চৌধুরী হীরু, মো. এনামুল করিম, ডা. দিদারুল হক সাকিব, কাজী ফাহাদ বিন মাহমুদ, মো. দেলোয়ার হোসেন মজুমদার, দেলোয়ার হোসেন প্রমুখ।

কাপ্তাই : কাপ্তাই প্রতিনিধি জানান, কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে ‘মুক্তিসোপান’ এর বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ।

আইইবি চট্টগ্রাম কেন্দ্র : বুদ্ধিজীবীদের স্মরণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী উদয় শেখর দত্ত, প্রকৌশলী মো. নুরুল আবছার, সহকারী প্রকৌশলী অসিত বরণ দে প্রমুখ।

খেলাঘর চট্টগ্রাম মহানগর: শহীদ বুদ্ধিজীবী স্মরণে খেলাঘর চট্টগ্রাম মহানগর আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি গতকাল সন্ধ্যায় সাড়ে ৬টায় নগরীর বৌদ্ধ মন্দিরস্থ খেলাঘর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এর আগে সকালে চট্টগ্রামের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলালের সভাপতিত্বে ও বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রোজী সেন, অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, কাউন্সিলর পুলক খাস্তগীর, সহ-সভাপতি দেবাশীষ রায় প্রমুখ।

বাসদ চট্টগ্রাম জেলা : শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে বাসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়হান উদ্দিন, মিরাজ উদ্দিন, সুপ্রীতি বড়ুয়া, ইমতিয়াজ হাবিব লোচন, উম্মে হাবিবা প্রমুখ।

বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র চট্টগ্রাম : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র চট্টগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ড. ফয়সাল কামাল চৌ., এ্যাড. দীর্ঘতম বড়ুয়া দিগু, মো. ইসমাইল হোসেন শুভ, কবি শাহীন মাহমুদ প্রমুখ।

দারুল উলুম মাদ্রাসা : দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপিতত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর নুর হোসাইন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন।

শুলকবহর ওয়ার্ড : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম হালকা মটরযান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ও যাত্রী সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় ফ্রি স্বাস্থ্য সেবা ও ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডস্থ নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর মো. মোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম হালকা মটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, সাবেক সভাপতি শাহ আলম ফিরোজী, শামসুল ইসলাম আরজু, মো. কাজল ইসলাম, মোহাম্মদ আমির হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

মহিলা কলেজ চট্টগ্রাম : এনায়েত বাজার মহিলা কলেজ চট্টগ্রামে অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ডা. রতন কুমার নাথকে। সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য রাশেদ মনোয়ার, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলোরা ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মুনীরা চৌধুরী প্রমুখ। উপস্থাপনায় ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জারীণ সুবাহ।

ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজ : ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসলাম হোসেনের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন উপাধ্যক্ষ স্বপন কুমার নাথ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, অধ্যাপক রাবেয়া বেগম, অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, মনোজ কুমার দেব, অনুভূতি দেব নাথ, আব্দুল আলীম, আমীর হোসেন, হাসনা বানু, আয়েশা পারভীন চৌধুরী, অধ্যাপক মো. শহিদুল্লা প্রমুখ।

ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা এক সভা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়লের সভাপতিত্বে ও সাজিয়া আফরিন কুহেলীর পরিচালনায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ডা. মো. কামাল উদ্দিন।বক্তব্য রাখেন কাজী শওকত আকবর, মো. এমরান, মো. সাইফুল আলম ফতেয়াবাদী, সেবিকা মুখার্জী, শওকতের রহমান, আতিকুল ইসলাম, দিদারুল ইসলাম, আবু সৈয়দ মো. ফয়সাল, প্রমুখ।

বাকলিয়া শহীদ নূর হোসেন ডিগ্রি কলেজ : নগরীর বাকলিয়া শহীদ নূর হোসেন-ডা.মিলন- মোজাম্মেল- জেহাদ ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক। অধ্যাপক আবদুল আলিম আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক মো. রবিউল হাছান চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদ, অধ্যাপক নাসরীন আক্তার প্রমুখ।

মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল হক। সাধারণ সম্পাদক এম এ মোতালেব তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউসারুজ্জামান, এ কে এম ফজলুক হক, হাফেজ ইসমাইল, সাহেদ হায়দার খান, রাসেল বড়ুয়া, সালাউদ্দিন মানিক প্রমুখ।

সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ: শহীদ বুদ্ধিজিবী দিবস উপলক্ষে ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদে মিলাদ মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মো. নুরুল আমিন। উপস্থিত ছিলেন লায়ন এম শওকত আলী, এ বি এম লুৎফুল হক খুশি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার ওপর গুরুত্ব
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আমাদের সঠিক গন্তব্যে পৌঁছার পথ দেখিয়েছেন