উখিয়া থেকে কিনে নিয়ে যেতেন ঢাকায়

১৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার নাম মো. পারভেজ (২৫)। গত সোমবার দিবাগত রাতে নিউ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ কক্সবাজারের উখিয়া উপজেলার রত্না পালংয়ের আবদুল গফুরের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাওয়ার সময় তল্লাশি চৌকিতে ধরা পড়ে পারভেজ। উখিয়া থেকে পাইকারি দামে কিনে আনা ইয়াবাগুলো ঢাকায় বিক্রির জন্য নিয়ে যেতেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ৮৩৫৫ জন কৃষক পেল বোরো হাইব্রিড ও বীজ-সার
পরবর্তী নিবন্ধউচ্চশিক্ষায় রাউজানের শিক্ষার্থীদের সব ধরনের সহায়তা দেয়া হবে