চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ২৩৪ এর ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল গত সোমবার বিকাল ৩ টায় ঘোষণা করা হয়। আগামী ২৫শে জানুয়ারি কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুব মিন্টুর সভাপতিত্বে ১নং জেটি গেটস্থ ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর সাধারণ সম্পাদক মো. নায়েবুল ইসলাম ফটিক।
উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সদস্য কাজী মো. আব্দুস সাদেক নান্না, মো. আবদুল বাতেন, মো. আবু তাহের সরদার ও নির্বাচন কমিশনের উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মো. আজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।