রুবাইয়া ভেজিটেবল অয়েলের পরিচালক হাসনাইন কারাগারে

সাড়ে ৫শ কোটি টাকা ঋণ খেলাপি মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৫শ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক হাসনাইন হারুনকে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে গত রোববার রাতে ২৪ টি সিআর গ্রেপ্তারি পরোয়ানা ও ১০টি সিআর সাজা পরোয়ানামূলে হালিশহর থানা পুলিশের একটি টিম হাসনাইন হারুনকে গ্রেপ্তার করেন।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে অর্থঋণ আদালতসহ অন্যান্য বিচারিক আদালতের কার্যক্রম অবকাশকালীন বন্ধ রয়েছে। এ জন্য হাসনাইনকে আমাদের আদালতে সোপর্দ করা হয়নি। ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। একপর্যায়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

তিনি বলেন, হাসনাইন হারুনের পাশাপাশি তার বাবা হারুন অর রশিদ ও মা আনজুমান আরা বেগমও এসব মামলার বিবাদী। বর্তমানে তারা বিদেশে পলাতক আছেন। আদালতসূত্র জানায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেডসহ ২২ প্রতিষ্ঠান রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজকে প্রায় ৫৫৫ কোটি টাকা ঋণ দিয়েছে।

এর মধ্যে ইসলামী ব্যাংকের রয়েছে ১১৮ কোটি টাকা, আল আরাফাহ ইসলামী ব্যাংক ৮৫ কোটি টাকা, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক ৭৩ কোটি টাকা করে এবং সাউথ ইস্ট ব্যাংক ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশি মিশনে চিঠি, কারণ জানালেন শাহরিয়ার
পরবর্তী নিবন্ধটিসিবির ফ্যামিলি কার্ডে চিনি আর ডালের দাম বাড়ল