কার্ডের নিষেধাজ্ঞায় মার্কোস আকুনিয়া ও গঞ্জালো মনতিয়েল আগে থেকেই নিষিদ্ধ। তাই তারা থাকতে পারছেন না বিশ্বকাপের আজকের প্রথম সেমিফাইনালে। মনতিয়েল না থাকলেও আগের ম্যাচের শুরুর একাদশে ছিলেন আকুনা। তার জায়গায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবেন নিকোলাস তাগ্লিয়াফিকো।
চোট কাটিয়ে কোয়ার্টার-ফাইনাল দিয়ে ফেরা আনহেল দি মারিয়াকে শুরুর একাদশে পাওয়ার আশায় ছিল আর্জেন্টিনা। সেটাও হচ্ছে না। তারকা এই মিডফিল্ডারকে ছাড়াই কঠিন পরীক্ষায় নামছে তারা।
জুভেন্তাসে দি মারিয়ার সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ফিরেছেন একাদশে। এই মিডফিল্ডারকে জায়গা দিতে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (গোলকিপার), মোলিনা, রোমেরো, ওতামেন্দি, তাগ্লিয়াফিকো, দে পল, এঞ্জো ফার্নান্দেস, পারেদেস, ম্যাক এলিস্তার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস।
কাতারের লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।