ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে বিজয় ইন্টার ভার্সিটি বাস্কেটবল টুর্নামেন্ট

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বাস্কেটবল সোসাইটি আয়োজিত বিজয় ইন্টার ইউনিভার্সিটি বাস্কেটবল টুর্নামেন্ট আগামী ১৬ ডিসেম্বর ইডিইউ বাস্কেটবল গ্রাউন্ডে শুরু হবে। চট্টগ্রাম বিভাগের ৬টি বিশ্ববিদ্যালয় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

চারদিনব্যাপী এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, ক্যান্ট পাবলিক কলেজ ও স্বাগতিক ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।

প্রথমবারের মত আয়োজিত এ টুর্নামেন্ট সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন টুর্নামেন্ট আয়োজত কমিটির কর্মকর্তা নওশাদ হাসনাইন জয় ও ফারহান দাউদ। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ আধুনিক প্রযুক্তির পথে এগিয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম টেস্টে তাসকিনের খেলা এখনো নিশ্চিত নয়