রুবাইয়া ভেজিটেবল অয়েলের এমডি গ্রেপ্তার

৩৯ চেক প্রতারণা মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১০:০৬ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরের ব্যারিস্টার আবাসিক এলাকা থেকে চেক প্রতারণার ৩৯ মামলার আসামি রুবাইয়া ভেজিটেবল অয়েলের পরিচালক হাসনাইন হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমাবার ভোরে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। গ্রেপ্তার হাসনাইন এইচআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী হারুনুর রশিদের ছেলে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, হাসনাইনের বিরুদ্ধে নগরের কোতোয়ালী, ডবলমুরিং ও পাহাড়তলী থানায় ৩৯টি সিআর মামলা রয়েছে।

তার মধ্যে ১৫টি মামলায় সাজা হয়েছে। তিনি এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাল দলিলে অর্পিত সম্পত্তি আত্মসাৎ চেষ্টা দুদকের চার্জশিট
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ধর্ষণ ফেনী থেকে অভিযুক্ত গ্রেপ্তার