নগরীর লালখানবাজারের ৮০ শতক অর্পিত সম্পত্তি আত্মসাৎ চেষ্টার মামলায় চার্জশিট দাখিল করেছে দুদক। মোহাম্মদ সাদেক খান (৪৫) নামের এক যুবককে চার্জশিটে একমাত্র আসামি করা হয়েছে। তিনি লালখানবাজার এলাকার মৃত এম এ সোবহানের ছেলে।
জানা যায়, প্রায় দুই কানি পরিমাণের উক্ত সম্পত্তির মালিক ভারতীয় টার্নার মরিসন নামের একটি কোম্পানি হলেও তা নিজের দাবি করে জেলা প্রশাসনের অর্পিত সম্পত্তি শাখায় দখল চেয়ে আবেদন করেন সাদেক খান। যাচাই করলে দেখা যায়, প্রতারণার আশ্রয় নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে দলিলপত্র বানিয়েছেন তিনি।
বিষয়টি দুদককে জানানো হলে মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্তের পর দাখিল করা চার্জশিটেও প্রতারণার উদ্দেশ্যে সাদেক খানের করা জালিয়াতি ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক। গত রোববার চট্টগ্রাম আদালতে থাকা দুদকের প্রসিকিউশন শাখায় সাদেক খানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক (সংযুক্ত) মো. ফজলুল বারী।
আগামী ২০ ডিসেম্বর চার্জশিটটি আদালতে উপস্থাপন করা হবে উল্লেখ করে আদালত সূত্র জানায়, আসামি সাদেক খান মামলা দায়ের পরবর্তী জামিন নিয়ে বর্তমানে পলাতক।












