স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন

| সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গত ১০ ডিসেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে দিনব্যাপী ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ এর আয়োজন করে।বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের পরিচালক মো. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদ মাকসুদ।

বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক এম. লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো মোহন মিয়া, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান, সহকারী পরিচালক উম্মে উশামা ফারজানা ফাতেমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সিএফও মো. আলী রেজা।

ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শাখার ব্যবস্থাপক, উপ ব্যবস্থাপক ও বিনিয়োগ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তাবৃন্দসহ ৪০০ জনের ও অধিক কর্মকর্তা এই সম্মেলনে অংশগ্রহন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে মাঠে আছি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে শৃঙ্খলা কমিটির সভা