বিএনপি দলীয় পাঁচ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, “আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। ওই আসনগুলো এরই মধ্যে শূন্য হয়েছে।”
আজ রবিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর বগুড়া–৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাংবাদিকদের একই তথ্য জানান।
তিনি বলেন, “জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে আমরা পাঁচজন পদত্যাগপত্র জমা দিয়েছি। স্পিকার আমাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।”
সংসদ ভবনস্থ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, “তারা আমার কাছে সাতটা আবেদন জমা দিয়েছেন। পাঁচজন সশরীরে ছিলেন, তাদেরটা গ্রহণ করা হয়েছে। বাকি দুইজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেব।”