শিল্পকলায় শিশু কিশোরদের কন্ঠে কবিতার ঝংকার

তারুণ্যের উচ্ছ্বাসের কবিতা উৎসব

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে তারুণ্যের উচ্ছ্বাসের তিনদিনের কবিতা উৎসবে গতকাল শনিবার ছিল শিশু উৎসব। শিশু কিশোরদের কন্ঠে একক ও বৃন্দ কবিতার উচ্চারণে মুখর ছিল পুরো শিল্পকলা প্রাঙ্গণ। চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের প্রায় দেড় শতাধিক শিশুশিল্পী এদিনের আয়োজনে অংশ নেয়।

বিকেলে এদিনের অনুষ্ঠান শুরু হয় তারুণ্যের উচ্ছ্বাসের শিশু শিল্পীদের পরিবেশনায় ‘আজব দেশের আজব রাজা’ শিরোনামের বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে। এরপর মঞ্চে ছিলো উৎসব সমাপনী কথামালা। এতে সংগঠনের শিশুসাহিত্যিকসাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে অতিথি ছিলেন প্রফেসর রীতা দত্ত, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যন মঞ্জুরুল হক, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব মাশকুর এ সাত্তার কল্লোল, মাসুম আজিজুল বাসার, ডা. আলী আজগর চৌধুরী এবং সজল চৌধুরী। বক্তব্য দেন, তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ভাগ্যধন বড়ুয়া, সহ সভাপতি প্রবীর মহাজন এবং যুগ্ম সম্পাদক মিঠু তলাপাত্র।

এরপর অনুষ্ঠানে ছড়াপাঠ করেন ছড়াকার আ ফ ম মোদাচ্ছের আলী, এমরান চৌধুরী, অমিত বড়ুয়া, লিটন কুমার দাশ, আখতারুল ইসলাম, আবু তসলিম, অরুণ শীল, আবু তালেব বেলাল, সঞ্জিব বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, আবুল কালাম বেলাল, বিপুল বড়ুয়া, জিন্নাহ চৌধুরী এবং জসীম মেহবুব।

দ্বিতীয় দিনের আবৃত্তিতে অংশ নেয় শিশু শিল্পী নবনীতা নন্দিনী, আদিত্য দত্ত আবির, শ্লোক দত্ত, সামিরা তাসনিম, আরাত্রিত আদ্রি, অরিন্দম অভ্র, শ্রেয়ন চৌধুরী, অমৃতা দেব, উচ্ছ্বাস সেন, আদৃতা বর্ধন, স্বচ্ছ দাশ, প্রযুক্তি দাশ, দেবজিৎ বিশ্বাস, হিমাদ্রী চৌধুরী, অর্পিতা দাশ, মুগ্ধরাজ দেব, কাজী আকসা নাজাকাত, আযূষ্মান বিশ্বাস, শান বড়ুয়া, জেনি বড়ুয়া, ওয়াজিহা আলম মাহেরা, দ্বিপান্বীতা আইচ কথা, আরহাম মুহাম্মদ, অম্বিকা চৌধুরী, সিন্থীয়া জোহরা, ত্রয়ী পান্থ, ত্রিধা পান্থ, মৌমিতা শিকদার, নিলাদ্রী মজুমদার, নিতাশ্রী মজুমদার, অরিন্তিকা কর, সৌম্যদীম বড়ুয়া, পূজ্যশ্রিতা পূর্ণা, কৌশিক পাল, সূর্য চৌধুরী, সকাল চৌধুরী, অভ্রনীল বিশ্বাস, সাহা প্রতীম ধর, অদ্বৈত প্রতীম ধর, সায়স্তী চৌধুরী, স্বাগতা দাশ ওম। এদিনের দ্বিতীয় পর্বে আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের বড়দের বিভাগের শিল্পীরা। অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন, উচ্চারক, স্বদেশ, অযান্ত্রিক, প্রমিতি, ছায়াতরু, একুশ ও তারুণ্যের উচ্ছ্বাসের শিশুশিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্পদের সুষম বণ্টন হলে দারিদ্র্যের গ্লানি মুছে যেত
পরবর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা