মা-বাবাকে কুপিয়ে জখম করা ছেলে গণপিটুনিতে নিহত

এর আগে তার দায়ের কোপে নিহত হন প্রতিবেশী

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মাবাবাকে কুপিয়ে জখম করা ছেলে মঞ্জু চাকমা (৩০) নামে এক যুবক গণপিটুনিতে মারা গেছেন। তবে তার আগে দায়ের কোপে স্থানীয় সরল চাকমা (৪০) নামের আর এক ব্যক্তি মারা যান। গতকাল শনিবার দুপুরে উপজেলার দুর্গম সারোয়াতলী ইউনিয়নের সিজুগ গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে মঞ্জু চাকমা তার মাবাবাকে ধারালো দা দিয়ে আঘাত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে ভর্তি করায়। এরপর তাদের উন্নত চিকিৎসা

দিতে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার বিকেলে স্থানীয় ব্যক্তি সরল চাকমা এ ঘটনার প্রতিবাদ এবং মঞ্জু চাকমাকে আটক করতে গেলে মঞ্জুর দায়ের কোপে সরল চাকমা ঘটনাস্থলে মারা যান। এরপরই স্থানীয়রা উত্তেজিত হয়ে মঞ্জু চাকমাকে আটক করতে গেলে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে সংঘর্ষে গুরুতর আহত মঞ্জু চাকমা ঘটনাস্থলে মারা যান।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ঘটনাস্থল দুর্গম এলাকা এবং উপজেলা সদর থেকে অনেক দূরে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে। বিস্তারিত সেখান থেকে ফিরে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধ১৭ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন কাল
পরবর্তী নিবন্ধএকনজরে ১০ দফা