সাতকানিয়ায় ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের বিরুদ্ধে ঝাড়ু–জুতা মিছিল করেছে এলাকাবাসী। মিছিলে এলাকার অনেক নারী-পুরুষ উপস্থিত ছিল। আজ শনিবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা বড়বাড়ি এলাকায় এ মিছিল করা হয়।
এদিকে, গতকাল শুক্রবার বিকালে ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের নেতৃত্বে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাদের বসতঘর ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ছাত্রলীগ নেতা মো. আলী বাদি হয়ে ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করে এ মামলা দায়ের করেন।
আজ বিকালে অনুষ্ঠিত ঝাড়ু-জুতা মিছিলে ছাত্রলীগ নেতা মো. আলী, সানজিদ, ফয়সাল, সালেহ উদ্দিন, শাহনেওয়াজ, মুহাম্মদ হুছাইন, শিহাব উদ্দিন, মোঃ মানিক, আবুল বশর, হাফেজ আমির, মুহাম্মদ সাজ্জাদ, আবু তাহের, মোঃ মুছা, বুলু আক্তার, রিনা আকতার, হাসিনা বেগম, বিবি মরিয়ম, রুকছানা বেগম, আঞ্জুমান আরা, ফহিমা আকতার ও সানজিদা আকতারসহ অনেক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, ঢেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের নেতৃত্বে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাদের বসতঘর ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।