‘মিশন এক্সট্রিম’ সিনেমায় সাফল্যের পর নীরবতা কাটিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা আরিফিন শুভ। এবার জানা গেল একাত্তরের মুক্তিযুদ্ধের পেক্ষাপটে নির্মিত একটি সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। মুক্তিযুদ্ধের সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর শুভ নিজেই জানিয়েছেন গ্লিটজকে। সিনেমাটি নির্মাণ করছেন ‘দেবী’ সিনেমার নির্মাতা অনম বিশ্বাস, সিনেমায় কেন্দ্রীয় চরিত্র পেয়েছেন শুভ। খবর বিডিনিউজের।
গ্লিটজকে তিনি বলেন, এটি অনম বিশ্বাসের দ্বিতীয় সিনেমা। প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এই সিনেমার চিত্রনাট্য দাঁড় করিয়েছেন অনম নিজেই। শুভ বলেন, আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে। আগামী ফেব্রুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবে বলে জানান শুভ। সিনেমার কাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আর অন্য চরিত্রে কারা অভিনয় করছেন তা দ্রুতই জানানো হবে।
কয়েকদিন আগে জানা গিয়েছিল, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় রোমান্টিক সিনেমায় অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। ওই সিনেমার নাম এখনও ঠিক না হলেও আগামী ‘ভালোবাসা দিবসে’ সিনেমাটি মুক্তির কথা ভাবছে কর্তৃপক্ষ। এছাড়া ‘ব্ল্যাক ওয়ার’, ‘নূর’ ও ‘মুজিব– এই সিনেমা তিনটিও আগামী বছর মুক্তি পাবে বলে জানান শুভ।