পঞ্চসঙ্গী চলচ্চিত্রের প্রিমিয়ার শো

| শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

অমর কথাশিল্পী শওকত ওসমান একজন সমাজ সচেতন বহুমাত্রিক লেখক এবং সমাজ বীক্ষণ সুতীক্ষ্ণ, তার সৃষ্টিতে যাপিত জীবনের ছবি ফুটে উঠেছে, তাঁর রচিত শিশুতোষ গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ একটি সাহসী প্রয়াস। গতকাল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে সরকারি অনুদানপ্রাপ্ত পঞ্চসঙ্গী চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনীতে ড. অনুপম সেন উপরোক্ত কথাগুলো বলেন।

পঞ্চসঙ্গী চলচ্চিত্রের পরিচালক বিশিষ্ট নির্মাতা জাঁ নেসার ওসমানের সভাপতিত্বে পঞ্চসঙ্গী চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে আরো বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত কবি সাহিত্যিক লেখক সাংবাদিক আবুল মোমেন, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, স্বাগত বক্তব্য রাখেন ক্রিয়েটিভ ডিরেক্টর নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী। পঞ্চসঙ্গীর পরিচালক চলচ্চিত্র নির্মাতা জাঁ নেসার ওসমান তার অনুভূতি প্রকাশ করে বলেন, সরকারি অনুদান নিয়ে পঞ্চসঙ্গী নির্মাণ করতে গিয়ে অনেক হোঁচট খেতে হয়েছে, ছবিটি নির্মাণ করে দর্শকের সামনে পৌঁছে দেয়াই ছিলো বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ সম্পন্ন করতে গলদঘর্ম হতে হয়েছে তবুও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি একটা ভালো চলচ্চিত্র দর্শকদের কাছে হাজির করতে, কতটুকু পেরেছি তা দর্শক বিচার করবে, আশা করি ছবিটা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

পঞ্চসঙ্গী : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন পাঁচজন শিশুর কাণ্ড কারখানা নিয়ে পঞ্চসঙ্গীর নির্মাণ, পূর্বপাকিস্তানের পাঁচটি পথশিশু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের মনে পাকিস্তানীদের প্রতি ধীরে ধীরে অসন্তোষ জমতে থাকে, গণঅভ্যুত্থানের সময় ৫টি শিশু বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং ১৯৭১ সালের ২৫ মার্চ এর কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে শিশুরা মারা যায়। অমর কথাশিল্পী শওকত ওসমান রচিত কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত চলচিত্রে পঞ্চসঙ্গীর সাহায্যে অতীতের সাথে বর্তমানের একটি মেলবন্ধন করার চেষ্টা হয়েছে। হলভর্তি দর্শকের উপস্থিতিতে পঞ্চসঙ্গী পরপর চারটি প্রদর্শনী টিআইসি মিলনায়তনে প্রদর্শিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের সিনেমায় আসছেন আরিফিন শুভ
পরবর্তী নিবন্ধপেরুর অভিশংসিত প্রেসিডেন্টকে আশ্রয় দেওয়ার বিবেচনায় মেক্সিকো