ছন্দে থাকা কিলিয়ান এমবাপেকে আটকানোর কোনো উপায়ই খুঁজে পাচ্ছে না প্রতিপক্ষ। কেউ কেউ মনে করছেন কাজটা করতে পারবেন কেবল কাইল ওয়াকার। এই ইংলিশ ডিফেন্ডার নিজেও আত্মবিশ্বাসী। তাকে কাজটা করে দেখানোর চ্যালেঞ্জ দিলেন ফরাসি মিডফিল্ডার ইউসুফ ফোফানা। গতি, স্কিল ও কার্যকারিতা মিলিয়ে এই মুহূর্তে এমবাপের মতো ‘কমপ্লিট’ ফুটবলার আছেন খুব কমই। ক্লাব বা জাতীয় দল যেখানেই হোক না কেন, ফরাসি ফরোয়ার্ড সব জায়গাতেই আছেন দুর্দান্ত ছন্দে।
ফোফানা মনে করেন, তাকে থামাতে ওয়াকারকে এমন কিছু করে দেখাতে হবে যা আগে কেউই পারেনি। সেমি–ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ শনিবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স।