ইংল্যান্ড দলে যোগ দিয়েছেন রাহিম স্টার্লিং

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

বাড়িতে ডাকাতি হওয়ার পর বিশ্বকাপের মাঝপথেই কাতার থেকে দেশে ফিরে গিয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলের ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। যে কারণে বিশ্বকাপের শেষ ষোলর ম্যাচে সেনেগালের বিপক্ষে খেলতে পারেননি চেলসির এই ফরোয়ার্ড। তবে তিনি আবার যোগ দিয়েছেন ইংল্যান্ড দলে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নিশ্চিত করেছে গতকাল শুক্রবার কাতারে দলের সঙ্গে যোগ দিয়েছেণ ২৮ বছর বয়সী এই ফুটবলার। সারের বাড়িতে ডাকাতি হওয়ার খবর পাওয়ার পর ইংল্যান্ড দলের ম্যানেজার গ্যারেথ সাউথগেটের অনুমতি নিয়ে রোববার সকালে দেশে ফিরে গিয়েছিলেন স্টার্লিং। ওই দিনই ছিল ইংল্যান্ডের শেষ ষোলর ম্যাচ। রাহিম স্টার্লিং অনাকাঙ্খিত ঘটনায় দেশে ফিরে গেলেও সেনেগালের বিপক্ষে দল তৈরিতে তার নেতিবাচক প্রভাব পড়েনি। ইংলিশ কোচ সাউথগেট বলেছেন, আপনার কাছে এমন দিন আসতে পারে যেটা আপনাকে মোকবিলা করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশেষ পর্যন্ত জিতল আর্জেন্টিনাই
পরবর্তী নিবন্ধএমবাপেকে ঠেকানোর চ্যালেঞ্জ ইংলিশদের