সিসিএল বারকোড স্নুকার বিলিয়ার্ড ও পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

| শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব আয়োজিত সিসিএল বারকোড বার্ষিক স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী গত ৭ ডিসেম্বর বুধবার রাতে ক্লাব লনে সম্পন্ন হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বারকোড গ্রুপের সত্বাধিকারী মঞ্জুরুল হক (মঞ্জু)। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিঃ এর চেয়ারম্যান নাদের খান। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্নুকার ও বিলিয়ার্ড বিভাগের মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হক। অনুষ্ঠানে ক্লাব জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাসেম (নান্নু), ডাঃ ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মাহাবুবুল কবির খান (শান্তুনু), সালাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্নুকার কনভেনার মাহতাব উদ্দিন চৌধুরী হুমায়ুন। এর আগের দিন ৬ ডিসেম্বর মঙ্গলবার সিসিএল বারকোড বার্ষিক স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল টুর্নামেন্ট এর পুল ফাইনাল খেলা সম্পন্ন হয়।

খেলায় নাসি বিন রিয়াজকে ১১৮ ফ্রেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন আয়াজ ইসলাম চৌধুরী ।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে গ্লোবাল ইসলামি ব্যাংক চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ফুটবল লীগে মুক্তকণ্ঠ এবং আবাহনী জুনিয়র জয়ী