সাতকানিয়ার পদুয়ায় হিলফুল ফুজুল সংগঠনের তাফসির মাহফিল

| শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

আদর্শ মানুষ ছাড়া সুখী-সুন্দর সমাজ ও দেশ কল্পনা করা যায় না। আদর্শ শিক্ষার আলোকে গড়ে ওঠে আলোকিত মানুষ। আলোকিত মানুষের মাধ্যমে সমাজ ও দেশ হয় আলোকিত। আদর্শ শিক্ষা হলো কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা। এ শিক্ষার আলোকেই রাসূল (সা.) আরবের বর্বর জাতিকে আলোকিত করে আদর্শ সোনার মানুষে পরিণত করেছিলেন। সম্প্রতি পদুয়া ইউনিয়নের ধলিবিলা হানিফারচর এলাকার হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত ৪র্থ তাফসীরুল কুরআন মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন ইসলামী গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী। পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও কাইছার আলম এবং তারেক আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তাফসীর পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব, মাওলানা আহমদ বিন সালাম, হাফেজ মাওলানা আব্দুল বারী মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন মারুফ, মাওলানা নুরুল কবির। সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক চৌধুরী মোহাম্মদ সালেহ, মোহাম্মদ সৈয়দ আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার
পরবর্তী নিবন্ধপেয়ারার লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার