সম্মেলন নিয়ে সংশয়ে নেতাকর্মীরা

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামী ১৩ ডিসেম্বর। তবে চার দফা পেছানোর পর সর্বশেষ নির্ধারিত নতুন তারিখেও সম্মেলন হবে কী না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সম্মেলনের মাত্র তিনদিন বাকি থাকলেও কাউন্সিলরের তালিকা এখনও চূড়ান্তই হয়নি। এমনকি জেলার ১১টি সাংগঠনিক উপজেলার মধ্যে ১০টি শাখারই এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এই অবস্থায় আগামী ১৩ ডিসেম্বর শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভার জন্য তৈরি করা সেই মঞ্চে আদৌ সম্মেলন হবে কী না তা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে সন্দেহ- সংশয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল বলেন, দফায় দফায় পেছানোর পর নভেম্বরের শেষ দিকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরের পরে সেই মঞ্চেই জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল হবে। কিন্তু এখনও কাউন্সিলরের তালিকা চূড়ান্ত হয়নি। এমনকি জেলার ১১টি সাংগঠনিক উপজেলার মধ্যে কক্সবাজার পৌরসভা ছাড়া বাকি ১০টি শাখার পূর্ণাঙ্গ কমিটিও হয়নি। এই অবস্থায় আগামী ১৩ ডিসেম্বর সম্মেলন হবে কী না তা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংশয়ে আছেন।
এরআগে গত ৯ মার্চ কক্সবাজারে অনুষ্ঠিত আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে গত মে মাসের মধ্যে জেলার ১০ উপজেলা, চার পৌরসভা ও জুনে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করার ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। তবে ঘোষণা অনুযায়ী গত ২৪ মার্চ কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও বাকি ইউনিটগুলোর সম্মেলন নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। তবে নির্ধারিত সময়ের পর গত অক্টোবরে সকল উপজেলা কমিটির সম্মেলন সম্পন্ন হলে সম্মেলনের এই নতুন তারিখ ঘোষণা করা হয়। কিন্তু এই সম্মেলন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে কোনো উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন দেখা যাচ্ছে না প্রার্থীদের প্রচারণা।
আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারণা, এই অবস্থায় সম্মেলন ফের পেছাতে পারে। অথবা সম্মেলন হলেও তা হতে পারে কেবল নিয়ম রক্ষার্থে এবং আবারও প্রত্যক্ষ ভোটের পরিবর্তে সিলেকশন
কমিটি ঘোষণা করা হতে পারে। বেশির ভাগ নেতাকর্মীই প্রত্যক্ষ ভোটে নেতা-নির্বাচনের পক্ষে বলে জানান জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম।
উল্লেখ্য, প্রায় ৭ বছর আগে ২০১৬ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। তবে সম্মেলনে
প্রত্যক্ষ ভোটে নির্বাচনের পরিবর্তে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরে ২০২০ সালে এডভোকেট সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত করা হলে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মানবাধিকার দিবস আজ
পরবর্তী নিবন্ধশিশুদের ওপর কেন এই নিষ্ঠুরতা