আগামী ১৩ জানুয়ারি গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার উদ্যোগে অনুষ্ঠিতব্য দাওয়াতে খায়র ইজতেমা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত বুধবার দাওয়াতে খায়র বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে ষোলশহর আলমগীর খানকা শরীফে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনওয়ারুল হক।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ, মহাসচিব শাহজাদা ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম সম্পাদক মাহবুবল হক খান। সভায় ইজতেমাকে সফল করার লক্ষ্যে প্রচার, অর্থ, মিড়িয়াসহ বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন, আজকে আমাদের সমাজ যেভাবে অশ্লীলতা ও বেহায়াপনায় নিমজ্জিত হচ্ছে তা থেকে পরিত্রাণ পেতে পীরে বাঙাল আল্লামা সাবির শাহ্ প্রবর্তিত আমল ও আকিদার পরিশুদ্ধ করার ইসলামিক অনুষ্ঠান দাওয়াতুল খায়র এর বিকল্প নেই।
তিনি আগামী ১৩ জানুয়ারি চন্দনাইশের গাছবারড়িয়া কলেজ ময়দানে অনুষ্ঠিতব্য দাওয়াতে খায়র ইজতেমায় অংশগ্রহণ করে নিজের আমল আকিদা পরিশুদ্ধ করার জন্য মুসলিম ওম্মার প্রতি আহবান জানান।
সভায় মাওলানা ইমরান হাসান আলকাদেরির সঞ্চালনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইজতেমা প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাবিবুল্লা মাস্টার, মাওলানা আব্দুল গফুর খান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা সালামত আলী, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মোর্শেদ কাদেরিসহ গাউসিয়া কমিটির উত্তর দক্ষিণ মহানগর নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।