চাকরি হারালেন স্পেনিশ কোচ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপ থেকে স্পেনের বিদায়ের পর দলের কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন। শেষ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো। বৃহস্পতিবার এনরিকের সঙ্গে চুক্তি শেষ করার কথা জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। শেষ ষোলোয় গত মঙ্গলবার স্পেন ও মরক্কোর ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-০ গোলে হেরে যায় এনরিকের দল।

অনেক প্রত্যাশা নিয়ে খেলতে এসে দলের এভাবে ছিটকে পড়ার দায় নিজের কাঁধে নেন এনরিকে। মরক্কো ম্যাচের পর নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, এই ব্যাপারে কথা বলার জন্য এটি সঠিক সময় নয়। স্পেনের সঙ্গে এনরিকের চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের শেষ পর্যন্ত।

তা পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে গেল তার পথচলা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় টাইব্রেকারে রাশিয়ার কাছে হেরে বিদায় নেয় স্পেন। এরপর দায়িত্ব পান এনরিকে। ব্যক্তিগতগত কারণে মাঝে একবার ছেড়েও দেন কোচের পদ।

পরে আবার ফেরেন তিনি। তার কোচিংয়ে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলেছে স্পেন।

পূর্ববর্তী নিবন্ধলোক চক্ষুর আড়ালে অনুশীলন ব্রাজিল-আর্জেন্টিনার
পরবর্তী নিবন্ধখেলা বিনোদনের মাধ্যম, বিবাদে জড়াবেন না : মৌসুমী