প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের প্রশিক্ষণ কর্মশালা

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের উদ্যোগে ও আইকিউএসির সহযোগিতায় ‘চেজ: বিগেনিং এন্ড ইনট্রোডাকশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

তিনি শিক্ষার্থীদের মস্তিষ্ক চর্চায় দাবা খেলার গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি এই খেলার বিভিন্ন স্ট্রাটেজি নিয়ে আলোচনা করেন। রফিকুল ইসলাম দাবা খেলায় গণিতের জ্ঞানের ব্যবহার নিয়েও শিক্ষার্থীদের ধারণা দেন।

বিভাগের সহকারী অধ্যাপক শাহরীনা আকতারের সভাপতিত্বে ও প্রভাষক রাজিব কর্মকারের সঞ্চালনায় কর্মশালায় আলোচক ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইফতেখার মনির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসভ্যতার রূপায়ণে কবি ও কবিতা অবিচ্ছেদ্য
পরবর্তী নিবন্ধঅগ্নিসংযোগের রাজনীতি রাজপথে প্রতিহত করা হবে