হাটহাজারীতে বিলুপ্তপ্রায় প্রাণী গুইসাপ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বিলুপ্ত জাতির প্রাণী গুইসাপ (রামগদি) উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় এলাকার ওবায়দুল হকের বাড়ি থেকে ডাবলুএসআরটিবিডি এর সহযোগিতায় বিলুপ্ত প্রাণীটি উদ্ধার করা হয়। এর দৈর্ঘ্য সাড়ে ৪ফুট ওজন ৬ কেজি।

স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার দিবাগত রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ডাবলু এসআরটিবিডি এর সহযোগিতায় রামগদি গুইসাপ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বনবিভাগের আওতাধীন বনে গুইসাপটি অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅর্ধযুগপূর্তি উদযাপন করলো ইডিইউর অর্থনীতি বিভাগ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে উপজেলা প্রতিষ্ঠার পর প্রথম আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন