নয়াপল্টনের ঘটনায় চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

নয়াপল্টনে ৭ ডিসেম্বর বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য প্রণোদিত ও ন্যক্কারজনক হামলায় একজনের মৃত্যু ও নেতাকর্মীদের গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

ফোরাম সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও সাধারণ সম্পাদক প্র্রফেসর এস. এম. নছরুল কদির এক বিবৃতিতে বলেন, ১০ ডিসেম্বরের জনসমাবেশকে ব্যর্থ করার উদ্দেশ্যে নয়া পল্টনে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, একটি স্বাধীন গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত জরুরি। ষড়যন্ত্র করে এভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার মধ্যে দিয়ে সরকার মূলত অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলার বিচার ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দেয়ার আহ্‌বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির পণ্য মজুদ ব্যবসায়ীর ২৫ দিনের জেল
পরবর্তী নিবন্ধঅর্ধযুগপূর্তি উদযাপন করলো ইডিইউর অর্থনীতি বিভাগ