২৪০ কোটি পাঁচ লাখ ১৬০ টাকা পাচারের অভিযোগে ফটিকছড়ির বাসিন্দা ব্যবসায়ী আবু আহমদের জামিন আবেদনের তদবিরকারীকে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। খবর বাসসের।
আগামী ১২ ডিসেম্বর তাকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
তিনি জানান, চট্টগ্রামের সোনা চোরাকারবারি আবু আহমেদ ওরফে আবুর হাইকোর্টের আবেদনে তথ্য গোপন করে প্রতারণার অপরাধে তার তদবিরকারী নুর মোহাম্মদকে শোকজ করে তলব করেছেন।
আগামী ১২ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান।












