খোকন সোনা ধরে বায়না এলো নানুর বাড়িতে
শহর থেকে গ্রামে আসে চড়ে তাদের গাড়িতে
মন আকাশে খোকন সোনার রঙ্গিন ঘুড়ি উড়ে
হয়নি দেখা তার এখনো সবুজ গ্রামটা ঘুরে।
ভোর বিহানে মোরগ ডাকে সূয্যি মামা উঠে
কি অপরূপ শিশিরের জল হাসে সবুজ মাঠে
বিলে-ঝিলে শাপলা-শালুক দোলা লাগে প্রাণে
গাছে গাছে পাখি ডাকে মিষ্টি ভরা গানে।
মেঠোপথে বুনোফুল আর সোঁদা মাটির ঘ্রাণে
মন পাখিটা নেচে উঠে খোকন সোনার মনে।