উত্তর মোহরা স্বরূপ খান চৌধুরী বাড়িস্থ আনজুমানে পাক পাঞ্জাতন শাহ আলী রজা (রা,) কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল আনোয়ারা ওষখাইন আলী নগর দরবারের সাজ্জাদানশীন মোহাম্মদ ইলিয়াস রজার সভাপতিত্বে গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ছিলেন ওষখাইন শাহ আলী রজা (রা.) আলিম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের। প্রধান বক্তা ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ হাছান আল আযহারী।
বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল কালাম ফারুকী, মাওলানা মুহাম্মদ শাহজান কাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান। মিলাদ কিয়াম শেষে আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।