বাঁশখালীর প্রধান সড়কে বাঁশখালী রামদাশ মুন্সির হাটের দক্ষিণে নুর জাহান কনভেনশন সেন্টারের সামনে আজ সোমবার সন্ধ্যার সময় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা যায়।
জানা যায়, বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের নুর জাহান কমিউনিটি সেন্টার এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশা চালকসহ ৬ যাত্রী গুরুত্ব আহত হয়। গুরুতর আহতদের মধ্যে বাঁশখালী পৌরসভার কাউন্সিলর আরিফ মঈন উদ্দীনের মা ও বোন এবং পৌরসভা ১নং ওয়ার্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার মো. শাহাব উদ্দীন সহ ৬ জন।
আহতদের সাধারণ জনগণ কালীপুর মা-শিশু ও জেনারেল হাসপাতালে ও বাঁশখালী আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।
প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং যাত্রী ও অটোরিকশা চালক দুইজন স্থানীয় বাঁশখালী মা-শিশু ও এবং বাঁশখালী আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে কালীপুর রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে প্রেরণ করা হয়েছে এবং দুর্ঘটনার শিকার ট্রাক ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।