শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাতার আত্মহত্যা

লামা প্রতিনিধি | সোমবার , ৫ ডিসেম্বর, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

লামায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন জামাতা। লামা পৌরসভার বড় নুনারবিল এলাকায় অবস্থিত শ্বশুর মো. ইসমাইল সিকদারের বাড়ি থেকে রবিবার বিকালে জামাতা জাহাঙ্গীর আলমের (৫৮) লাশ উদ্ধার করে পুলিশ। জাহাঙ্গীর আলম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর রশিদের ঘোনা গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লামা পৌরসভার বড় নুনারবিল এলাকার মো. ইসমাইল সিকদারের বড় মেয়ের জামাতা মো. জাহাঙ্গীর আলম (৫৮) গত শুক্রবার শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। রবিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে সকাল ১০টার দিকে শ্বশুর বাড়ির লোকজন নাস্তা করতে ডাকাডাকি করেন।

এতে করে কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে দুপুরের দিকে দরজার গ্রিল কেটে আত্মীয়-স্বজন কক্ষে প্রবেশ করে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন। খবর পেয়ে রবিবার বিকালে লামা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের ছোট ভাই সামশুল হুদা ও শ্বশুর পক্ষের নিকট আত্মীয়রা জানান, জাহাঙ্গীর আলম শারীরিক ও মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। প্রায় সময় বলতেন তিনি মরে যাবেন।

পরিবারের লোকজন তাকে বিভিন্ন ভাবে বিষয়টি বুঝিয়ে মানসিক সান্ত্বনা দেয়ার চেষ্টা করতেন। এ সমস্যার কারণে চট্টগ্রাম ডাক বিভাগের চাকুরি থেকে তিনি অগ্রিম অবসর নেন। স্ত্রী ও সন্তানদের রেখে শ্বশুর বাড়ি বেড়াতে এসে এমন করবেন তা তারা ভাবতেও পারেননি।

লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধসাকিবের আরেকটি পাঁচ উইকেট