যুদ্ধ নয়, আমরা শান্তিতে বিশ্বাসী : চট্টগ্রামে প্রধানমন্ত্রী

আজাদী অনলাইন | রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ১২:১৫ অপরাহ্ণ

রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ পরিদর্শনে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কুচকাওয়াজের সালাম গ্রহণ শেষে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এ নীতিতে কাজ করছে বাংলাদেশ । যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী বাংলাদেশ। রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টার দিকে সেখানে পৌঁছান তিনি। রাষ্ট্রপতি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মিলিটারি একাডেমি থেকে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন শেখ হাসিনা। স্টেডিয়াম থেকে গাড়িতে করে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন।

চট্টগ্রাম নগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যেগে একটি ১৬০ ফুট লম্বা নৌকার আদলে সভা মঞ্চ তৈরি করা হয়েছে পলোগ্রাউন্ড মাঠে। চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার স্থলকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধজনসভায় যাওয়ার পথে চন্দনাইশের আওয়ামী লীগ নেতার মৃত্যু