রবিবার (আজ) প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রাশেদ খান মেননের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা গতকাল অনুষ্ঠিত হয়।
শনিবার অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জহির উদ্দিন টিপু, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, গোলাম সরোয়ার সুরুজ, জমির উদ্দিন ও মোহাম্মদ হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি নগরীর ওয়াসা মোড় থেকে শুরু হয়ে কাজীর দেউরি মোড় ঘুরে এম এ আজিজ স্টেডিয়ামের সামনে শেষ হয়।