চট্টগ্রাম নগরীর চান্দঁগাও থানার কালুরঘাট এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে।
খুন হওয়া যুবকের নাম মোহাম্মদ হাসান (২২) বলে জানা গেছে।
আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হাসান একই এলাকার কাজীরপাড়ার মৃত হানিফের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বে থাকা পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
এদিকে, নিহতের ভাই মো. বাদশা বলেন, “আমার ভাইয়ের সঙ্গে তার বন্ধু মিরাজের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিরাজ তাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় মিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।”