বাঁশখালীতে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় আটক ১

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৮:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাতে সংঘটিত ঘটনায় প্রবাসী মোহাম্মদ ইউসুফের স্ত্রী রুহুল জান্নাত মারুফা বাদী হয়ে একই এলাকার মো. কামাল উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ১নং আসামী মো. কামাল উদ্দিনকে আটক করে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) সকালে ধৃত আসামীকে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ্দ করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বৈলছড়ি এলাকার প্রবাসী মোহাম্মদ ইউসুফের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল একই এলাকার ৩নং ওয়ার্ডের মৃত ফারুক আহম্মদের পুত্র মো. কামাল উদ্দিন গংদের সাথে। গত মাসখানেক আগে মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে দেশে আসেন ইউসুফ। তিনি দেশে আসার পরই শুক্রবার রাত ৯টার দিকে তার বাড়িতে হামলা চালায় কতিপয় দুর্বৃত্তের দল। পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন প্রবাসী ইউসুফ।

তিনি বলেন, “একই এলাকার মো. কামাল উদ্দিন গংরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। আমার স্ত্রী তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছে। প্রশাসনের নিকট ন্যায়বিচার প্রার্থনা করছি।”

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “বৈলছড়ি এলাকায় প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। দ্রুত অভিযান চালিয়ে মামলার ১নং আসামী কামাল উদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। অপরাপর আসামীদেরও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের রুমা-রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল ১১ ডিসেম্বর পর্যন্ত
পরবর্তী নিবন্ধবন্ধুর ছুরিকাঘাতে খুন